চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৩, ১২:৪৩ পিএম
আপডেট: ০৬ জানুয়ারি ২০২৩, ১২:৪৫ পিএম
প্রচণ্ড শীতে গোটা চুয়াডাঙ্গা জেলা এলোমেলো হয়ে পড়েছে। শীত ও কুয়াশাচ্ছন্ন জেলার মানুষ ক্রমাগত কর্মহীন হয়ে পড়ছে। বেলা বাড়লেও সূর্যের দেখা মিলছে না। স্বাভাবিক কর্মজীবন হয়ে পড়েছে বিপর্যস্ত।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান জানান, এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড থাকায় প্রচণ্ড শীত
অনুভূত হচ্ছে। জেলা ব্যাপী শৈত্য প্রবাহ অব্যাহত রয়েছে।
আজ শুক্রবার (৬ জানুয়ারি) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। দৃষ্টি সীমা ৫০০ মিটার।
এর আগে এদিন সকাল ৬টায় সর্বনিম্ন ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। ওই সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ।
গত ১৭ দিন ধরে এ জেলায় ক্রমাগত তাপমাত্রা কমছে। সকাল থেকে দুপুর পর্যন্ত কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকায় সূর্যের দেখা মিলছে না। দিনে শীত কম হলেও রাত বাড়ার সাথে সাথে তাপমাত্রা কমে হাঁড় কাঁপানো শীত অনূভূত হচ্ছে। এর ফলে জনজীবনে দূর্ভোগ বাড়ছে। এ আবহাওয়া আরো কয়েক দিন অব্যাহত থাকবে বলে তিনি জানান।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : চুয়াডাঙ্গা আবহাওয়া শৈত্য প্রবাহ
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh