পতাকা বৈঠকের মাধ্যমে ভারত থেকে ফিরিয়ে আনা হলো দুই বাংলাদেশিকে। চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল শাহ মো. ইশতিয়াক গতকাল বৃহস্পতিবার (৫জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছী ইউনিয়নের বড়বলদিয়া গ্রামের মুকুল (২০) ও একই গ্রামের মানসিক প্রতিবন্ধী সাগর (১৬) এদিন বিকেলে ভারতের অভ্যন্তরে বিএসএফয়ের কাঁটাতারের বেড়া দেখার জন্য সীমান্তের ৮৪/৭২ খুঁটি ভুলবশত অতিক্রম করে। পরে বিএসএফ-৫৪ ব্যাটালিয়নের কাদীপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে।
তিনি আরো জানান, বিষয়টি জানার পর তিনি নিজেই বিএসএফ কমান্ড্যান্টের সাথে কথা বলেন। এরপর পতাকা বৈঠকের মাধ্যমে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বিএসএফ ওই দুইবাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে।
এরপর ওই গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিজিবি মুকুল ও সাগরকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : চুয়াডাঙ্গা বিজিবি পতাকা বৈঠক বিএসএফ
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh