বিচারকের সঙ্গে আইনজীবীদের আচরণ খুব খারাপ ছিল: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ার আদালতে বিচারকের সঙ্গে আইনজীবীদের আচরণ খুব খারাপ ছিল বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ শুক্রবার (৬ জানুয়ারি)  আখাউড়া রেল স্টেশনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

এর আগে, দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পরিষদ মিলনায়তনে কসবা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন ও সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এতে কসবা প্রেসক্লাবের সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূইয়া জীবন, কসবা পৌর মেয়র এমজে হাক্কানী, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: আরজু।

আগামী সংসদ নির্বাচন প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, সংবিধানে যে সময় লেখা আছে, সেই সময় অনুসারে জাতীয় সংসদ নির্বাচন হবে। সংবিধানে যেটা লেখা নেই, তা হবে না। এর কোনো ব্যত্যয় হবে না। সংবিধানে কেয়ারটেকার সরকারেরর কোনো প্রবিশন নেই, কেয়ারটেকার অবৈধ। তাই এর কোনো প্রশ্নই উঠে না।

এ দিকে বিচারকের সঙ্গে অশোভন আচরণ ও গালাগালের জেরে ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তিন আইনজীবীর প্রতি আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। এ ঘটনাকে কেন্দ্র করে বিচারাঙ্গনে অস্থিরতা বিরাজ করছে। 

এ বিষয়ে আইনমন্ত্রী বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় আদালতে বিচারকের সঙ্গে আইনজীবীদের খারাপ আচরণের কথা শুনেছি। জেলা জজ আদালতের বিজ্ঞ বিচারকসহ অন্য বিচারকরা প্রধান বিচারপতির কাছে অভিযোগ করেছেন, ভিডিও পাঠিয়েছেন। 

তিনি বলেন, সেখানে দেখা গেছে, একজন বিচারকের প্রতি তাদের আচরণ খুব খারাপ ছিল, সেটা আমি শুনেছি। সেই প্রেক্ষিতে হাইকোর্ট কনডেমট রুল জারি করেছেন। এটা এখন বিচারাধীন ব্যাপার। আদালত বিচার করবেন।

আনিসুল হক বলেন, ঘটনা যদি সত্য হয় তাহলে আমি মর্মাহত। আমি আইনজীবী পরিবারের সদস্য। ব্রাহ্মণবাড়িয়া আইনজীবি পরিবারের সকল আইনজীবীরা এমন ঘটনা ঘটাতে পারে বলে আমি বিশ্বাস করি না। করে থাকলে ২-৩ জন আইনজীবী করতে পারে। কারণ আইনজীবীরা সবার আগে আইন মেনে চলেন।

আরেক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলসহ গ্রেপ্তার নেতাদের জামিনের বিষয়ে সরকার কোনো হস্তক্ষেপ করেনি বলে দাবি করেন আইনমন্ত্রী।

তিনি বলেন, বিএনপির দুই নেতার নিম্ন আদালত জামিন হয়নি। সেখান থেকে তারা মহানগর দায়রা জজ আদালতে গিয়েছেন। সেখানে একটি জামিন আবেদন করেছেন। সেটি নিস্পতি হওয়ার আগেই তারা উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। এ নিয়ে আইনের ব্যত্যয় হয়েছে, যা নজির সৃষ্টি করেছে। যে কারণে এ্যাটনি জেনারেল আপিল বিভাগে গিয়েছেন। এ ব্যাপারে রবিবার (৮ জানুয়ারি) আদেশ আসতে পারে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //