বরগুনার পাথরঘাটায় এমপিওভুক্ত একটি মাদ্রাসার আড়ালে কিন্ডারগার্ডেন মাদ্রাসা খুলেছে বলে অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানের প্রধান সুপারেন্টেনডেন্টের বিরুদ্ধে। উপজেলার কালমেঘা ইউনিয়নের কালমেঘা দাখিল মাদ্রাসাটিতে ইবতেদায়ী শাখা রয়েছে। কিন্তু মাদ্রাসার সুপারেনটেনডেন্ট জালাল আহমেদ মাদ্রাসাটির ইবতেদায়ী শাখার কার্যক্রম বন্ধ রেখে পাশেই একটি কিন্ডারগার্ডেন মাদ্রাসা খুলে সেখানে শিক্ষার্থীদের পাঠদান করাচ্ছেন।
স্থানীয়দের অভিযোগ, কালমেঘা দাখিল মাদ্রাসার ইবতেদায়ী শাখা বন্ধ করে কালমেঘা কিন্ডারগার্ডেন মাদ্রাসা নামে একটি মাদ্রাসা খুলে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়ে এবং ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক দিয়েই ক্লাস পরিচালনা করছেন জালাল। স্থানীয়দের দাবি মাদ্রাসার সুপার প্রভাবশালী হওয়ায় মুখ খুলতে পারছেন না। তবে মাদ্রাসাটির সুপারিনটেনডেন্ট দাবি করছেন তিনি মাদ্রাসার ব্যবস্থাপনা পরিচালনা কমিটির সাথে আলোচনা করে কিন্ডারগার্ডেন মাদ্রাসাটি খুলেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই মাদ্রাসার একাধিক শিক্ষক বলেন, সুপার নিজের তত্ত্বাবধানে কিন্ডার গার্ডেন মাদ্রাসাটি করেন এবং এমপিওভুক্ত কালমেঘা দাখিল মাদ্রাসার ইবতেদায়ী শাখার প্রথম শ্রেণি থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত পাঠদান কার্যক্রম বন্ধ রাখেন। ওই কিন্ডার গার্ডেন মাদ্রাসাটিতে প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত পাঠদান চালু করেন এবং ইবতেদায়ী শাখার শিক্ষকদের দিয়েই কিন্ডার গার্ডেন মাদ্রাসাটির ক্লাস করতে বাধ্য করেন।
মাদ্রাসা বন্ধ রেখে কিন্ডারগার্ডেন মাদ্রাসা খোলার ঘটনায় ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেছেন। অভিভাবকরা জানান, দাখিল মাদ্রাসাটির ইবতেদায়ী শাখার পাঠদান বন্ধ করে মাদ্রাসা সুপার একটি কিন্ডারগার্টেন মাদ্রাসা খুলে শিক্ষার্থীদের ভর্তি হতে বাধ্য করছেন এবং অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছেন।
এ বিষয়ে মাদ্রাসার সুপার জালাল উদ্দিন আহমেদ বলেন, মাদ্রাসা ব্যবস্থাপনা পরিচালনা কমিটির সাথে মিটিং করে রেজুলেশন করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাদ্রাসার ইবতেদায়ী শাখায় শিক্ষার্থী না থাকায় কিন্ডার গার্ডেন মাদ্রাসাটি খোলা হয়েছে।
এ বিষয় বরগুনা জেলা শিক্ষা কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, কোনো এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সাথে কিন্ডারগার্ডেন বা কেজি স্কুল খোলার সুযোগ নেই। ওই মাদ্রাসার সুপারেনটেনডেন্ট যদি মাদ্রাসার ইবতেদায়ী শাখা বন্ধ করে কিন্ডারগার্ডেন মাদ্রাসা খুলে থাকে তাহলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh