রোহিঙ্গা ক্যাম্পে মিললো গ্রেনেডসদৃশ বস্তু, আহত ১

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে মোহাম্মদ নবী নামে এক রোহিঙ্গার ঘর থেকে অত্যাধুনিক গ্রেনেডসদৃশ এক বস্তু পাওয়া গেছে। নবীকেও গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করতে তার বাড়িতে গেলে গ্রেনেডটি পাওয়া যায়। বর্তমানে বাড়িটি ঘিরে রেখেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ ঘটনায় ক্যাম্পজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

আজ শুক্রবার (৬ জানুয়ারি) জুমার নামাজের পর গ্রেনেডসদৃশ বস্তুটির সন্ধান পায় আইনশৃঙ্খলা বাহিনী। পরে সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ দলকে ডাকা হয়েছে। আহত মোহাম্মদ নবী ক্যাম্প-৮ এর বি/৩৯ ব্লকের বাসিন্দা মোহাম্মদ কাশিমের ছেলে।

জানা গেছে, একদল দুর্বৃত্তের ছোড়া গুলিতে আহত হন গ্রেনেডসদৃশ বস্তু পাওয়া বসতঘরের মালিক মোহাম্মদ নবী। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো জানা গেছে, আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে উক্ত রোহিঙ্গা ক্যাম্পে কথিত আরসা সদস্যদের কয়েকজনের একটি দল প্রবেশ করে গোলাগুলি করে। এতে রোহিঙ্গা শরণার্থী মোহম্মদ নবী গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করতে গিয়েই তার ঘরে গ্রেনেডসদৃশ বস্তুটি পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করে ৮ এপিবিএনের (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) ইনচার্জ (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ আমীর জাফর বলেন, ক্যাম্পের একটি বাসায় গ্রেনেডসদৃশ বস্তু দেখে আপাতত আমরা বসতঘরটি ঘিরে রেখেছি। সরকারের উচ্চ পর্যায়ের সাথে কথা বলে সেনাবাহিনীর বিশেষজ্ঞ বিস্ফোরক দলকে ডাকা হয়েছে। এ নিয়ে পরে বিস্তারিত জানানো হবে।

৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার জালাল উদ্দিন ভূঁইয়া বলেন, গ্রেনেডসদৃশ বস্তুটি কীভাবে, কোথা থেকে এলো তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আহত ব্যক্তি আমাদের হেফাজতে রয়েছেন। সুস্থ হলে তাকে জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধান শেষে বিস্তারিত জানানো হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //