বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের সম্পদ জব্দের আদেশের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ করেছে যুবদল।
দলটির জেলা শাখার আয়োজনে আজ শনিবার (৭ জানুয়ারি) সকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে এইচএসএস সড়কের কুটুম কমিউনিটি সেন্টারের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা যুবদলের সাধারণ আশরাফুল ইসলাম পিন্টু, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, সরকার পতনের আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরকার ভয় পেয়ে তারেক রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করিয়েছে। এসময় বক্তারা, গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাহারের দাবি জানান।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh