প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে পটুয়াখালীতে অসুস্থ্য-অস্বচ্ছল ও দুস্থ্য ৩২ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। প্রত্যেক পরিবারকে ৫০ হাজার টাকা করে মোট ৩২ লাখ টাকার চেক প্রদান করা হয়।
আজ শনিবার (৭ জানুয়ারি) দুপুরে পৌর এলাকার সিটি সেন্টার অডিটরিয়ামে কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক ও দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার সম্পাদক মোহাম্মদ আলী আশরাফ এ চেক হস্তান্তর করেন।
এতে অংশ নেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী, সাধারণ সম্পাদক জাকারিয়া হৃদয় এবং আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা।
ইতোপূর্বে পটুয়াখালী সদর উপজেলা ও দুমকী উপজেলার একাধিক ব্যক্তিকে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছিল।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh