নকল স্বর্ণের মূর্তিসহ গ্রেপ্তার ২

নাটোরের সদর উপজেলায় নকল স্বর্ণ মূর্তিসহ দুইজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) একটি দল। তারা এ মূর্তি দেখিয়ে প্রতারণা করে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিতেন।

আজ শনিবার (৭ জানুয়ারি) রাতে সদর উপজেলার পূর্ব হাগুরিয়া গ্রামের কালীগঞ্জ-দিঘাপাতিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব-৫।

আটকরা হলেন মো. ফেরদৌস মণ্ডল (৬০) ও মো. মজিদ প্রামাণিক (৪৫)। 

শনিবার দুপুরে এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আটকরা সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। পরস্পর যোগসাজশে দেশের বিভিন্ন এলাকার লোকজনকে প্রলোভন দেখিয়ে সোনালী রংয়ের পুতুলকে স্বর্ণের বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিতেন। গোপন সংবাদ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নকল স্বর্ণ মূর্তিসহ ফেরদৌস ও মজিদকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে নিজেদের অপরাধ স্বীকার করেন তারা।

র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। আটকদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //