টেকনাফে ৪ কৃষককে অপহরণের অভিযোগ

কক্সবাজারের টেকনাফের হ্নীলা পাহাড়ি এলাকা থেকে চার কৃষককে অপহরণের অভিযোগ করেছেন তাদের পরিবার। প্রাথমিকভাবে রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠীদের হাতে তারা অপহরণের শিকার হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। 

আজ রবিবার (৮ জানুয়ারি) সকাল ১০টায় পাহাড়ি ক্ষেত থেকে ওই চার কৃষক বাড়ি ফিরে না আসায় ধারণা করা হচ্ছে ভোরে হ্নীলার লেচুয়া প্রাং পাহাড়ের পাদদেশ থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানায় তাদের পরিবার। 

অপহৃতরা হলেন- উপজেলার হ্নীলা লেচুয়া প্রাং এলাকার আবদুচ্ছালাম, মুহিবুল্লাহ, আবদুর রহমান ও আবদুল হাকিম। 

তাদের স্বজনরা জানান, অপহৃত চারজনই কৃষক। পাহাড়ি এলাকায় হাতি আক্রমণ করে চাষাবাদের জমি নষ্ট করায় প্রতিদিন রাতে কৃষকরা ক্ষেত পাহারা দিতে যান এবং পরেরদিন সকালে ফিরে আসেন। ৭ জানুয়ারি ওই চারজন ক্ষেত পাহারা দিতে গিয়ে পরের দিন আর ফিরে আসেনি। তাই ধারণা করছে, রোহিঙ্গা সন্ত্রাসীদের হাতে তারা অপহৃত হয়েছেন। 

এই বিষয়ে হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ জানান, তিনি ঘটনার বিষয়টি শোনার সঙ্গে সঙ্গে পুলিশকে অবগত করেছেন। পাশাপাশি তিনি বিষয়টির আরো খোঁজ নিচ্ছেন। 

টেকনাফ থানার অফিসার ইনচার্জ আবদুল হালিম বলেন, অপহরণের বিষয়ে অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //