পটুয়াখালীতে বিএনপি নেতা গ্রেপ্তার

পটুয়াখালীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুরের অভিযোগে মনিরুল ইসলাম সুজন বেপারী (৪৭) নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তারকৃত সুজন পটুয়াখালী পৌর এলাকার ৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। 

আজ রবিবার (৮ জানুয়ারি) শহরের পিডিএস মাঠ সংলগ্ন নিজ বাসা থেকে গ্রেপ্তার করে সদর থানার পুলিশ। এর পূর্বে গত ৩ জানুয়ারি পৌর এলাকার ৭-৮-৯ ওয়ার্ড এর সংরক্ষিত কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা নাজিরা ইসলাম রিয়া সদর থানায় লিখিত অভিযোগ করেছেন। সুজন মৃত বজলুল হক ফকু বেপারীর ছেলে।

অভিযোগ ও মামলায় বাদী বলেন- নতুন বছরের প্রথমদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দিয়ে শুভেচ্ছা সংক্রান্ত বেশ কিছু  ব্যানার স্থাপন করেন কাউন্সিলর নাজিরা ইসলাম রিয়া। পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের শশ্মানের সামনে স্থাপনকৃত ব্যানার ভাংচুর ও কুপিয়ে বিনষ্ট করে গ্রেপ্তারকৃত মনিরুল ইসলাম সুজন। পরে এ ঘটনায় ৩ জানুয়ারি থানায় লিখিত অভিযোগ করেন নাজিরা ইসলাম রিয়া। এছাড়াও সুজনের বিরুদ্ধে শ্লীলতাহানীর অভিযোগ আনা হয়েছে। একই ঘটনায় নাসির তালুকদার নামে আরো এক ব্যক্তিকে অভিযুক্ত করেছেন বাদী। 

এ বিষয়ে এসআই হিরন মোল্লা বলেন, বেশ কয়েকটি অভিযোগে সুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //