রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৩, ০২:২৫ পিএম
আপডেট: ১০ জানুয়ারি ২০২৩, ০২:২৭ পিএম
রাঙ্গামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়ায় পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলে (পিএসটিএস) প্রশিক্ষণকালে তিন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।
আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে পিএসটিএস প্রশিক্ষণকেন্দ্রেই এ ঘটনা ঘটে।
তবে আহত তিন পুলিশ সদস্যের তাৎক্ষণিক নাম পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার পর তাদেরকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে রাঙ্গামাটির পুলিশ সুপার (এসপি) মীর আবু তৌহিদ জানান, বেতবুনিয়ায় প্রশিক্ষণকালে এক নারী পুলিশ সদস্যের অসাবধানতার কারণে তিন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছে। তাদেরকে চট্টগ্রামে নেওয়া হয়েছে। তিনজনই সুস্থ আছেন। ঘটনা এত বড় নয় বলেও জানান এসপি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : রাঙ্গামাটি গুলিবিদ্ধ পুলিশ
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh