অভিমানের অবসান, ধামরাইয়ে ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

স্বাধীনতা দিবসে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইউএনওর সঙ্গে সাংবাদিকদের সৃষ্টি হয়েছিল মনোমালিন্য, অভিমান। তবে এবার প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে মিটেছে সেই দূরত্ব।

সোমবার (৯ জানুয়ারি) ধামরাই থানা রোড এলাকায় প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিকদের শীতকালীন আনন্দ ভোজন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকি, সাভার থানা অফিসার ইনচার্জ দিপক চন্দ্র সাহা, ধামরাই থানার (তদন্ত) অফিসার ইনচার্জ ওয়াহেদ পারভেজ, ধামরাই থানা ইন্সপেক্টর অপারেশন বাবু নির্মল চন্দ্র, ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুল হাসান, ধামরাই প্রেসক্লাবের নির্বাচন কমিশনার আফাজ উদ্দিন স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল তোফাজ্জল হোসেন, নির্বাচন কমিশনার এডভোকেট খলিলুর রহমান মুখর, ধামরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান, ঢাকা জেলা পরিষদ সদস্য সানোয়ার হক সুজন, ধামরাই থানার এসআই বিলায়েত হোসেন, এস আই তালুকদার সজিব হোসেন, এসআই তৈমুর রহমান, এসআই বদিউজ্জামান, ধামরাই পৌর আওয়ামী যুবলীগের সভাপতি আমিনুর রহমানসহ ধামরাই প্রেসক্লাবের সকল সদস্যরা।

আলোচনা সভা শেষে অতিথিরা সাংবাদিকদের সাথে আনন্দ উল্লাসে সবজি খিচুড়ি খেয়ে ভুরিভোজ করেন। আলোচনায় সাংবাদিকদের ও প্রেসক্লাবের উন্নয়ন বিষয়টি প্রাধান্য পায়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //