সুলতান মেলায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ১৪ দিনব্যাপী সুলতান মেলার চতুর্থ দিনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে সুলতান মঞ্চে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী।

প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত ৩ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

করোনার কারণে দুই বছর পর অনুষ্ঠিত সুলতান মেলায় শিশুরা চিত্রাঙ্কন প্রতিযোগিতা অংশগ্রহণ করে বেশ আনন্দিত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইল সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন সিকদার, এস এম সুলতান সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জি, চিত্রশিল্পী সমীর মজুমদারসহ অনেকে।

গত ৭ জানুয়ারি বিকেলে নড়াইলের সুলতান মঞ্চ চত্বরে মেলার উদ্বোধন করেন খুলনা বিভাগের অতিরিক্ত কমিশনার আব্দুর রশিদ। ১৪ দিনব্যাপী এ মেলা ২০ জানুয়ারি শেষ হবে।

এসএম সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলায় বিভিন্ন পণ্যের ৯২টি স্টল বসেছে। চিত্রপ্রদর্শনীতে শিশুশিল্পীসহ দেশি-বিদেশি দেড় শতাধিক চিত্রশিল্পী অংশগ্রহণ করেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //