ঘন কুয়াশায় দুই নৌরুটে বন্ধ ফেরি

ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ভোর রাত থেকে সাময়িকভাবে এই দুই নৌপথে ফেরি চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকা শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। এতে প্রচণ্ড শীতে যাত্রী ও চালকেরা ঘাট এলাকায় চরম দুর্ভোগে রয়েছেন। এছাড়াও পটুরিয়া-দৌলতদিয়া প্রান্তের মাঝ পদ্মায় যাত্রী-চালক ও যানবাহন নিয়ে আটকে রয়েছে ২ ফেরি।

বিআইডব্লিউটিসি’র আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ জানান, ভোরে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং লাইটের আলো অস্পষ্ট হয়ে যায়। এতে নৌ-দুর্ঘটনার আশঙ্কা দেখে দেয়। ফলে যাত্রী ও যানবাহনের জানমালের নিরাপত্তা রক্ষায় নৌ-দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

তিনি আরো জানান, মাঝ নদীতে খানজাহান আলী ও মখদুম নামের দুটি ফেরি নোঙর করে রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে ফের চলাচল শুরু হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //