দূর্গাপুর পৌরসভার নতুন মেয়র আব্দুস সালাম

নেত্রকোনা জেলার দূর্গাপুর পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারি) শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ জানান, দূর্গাপুর পৌরসভার মোট ভোটার সংখ্যা ২০৭৮১ জনের মধ্য পুরুষ ভোটার ১০০৬৬ ও মহিলা ভোটার ১০৭১৫ জন। এবার প্রথম বারের মতো দূর্গাপুর পৌরসভার নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কনকনে শীত আর ঘন কুয়াশার কারণে সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি বৃদ্ধি পায়।

নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মৌলানা আব্দুস সালাম (নৌকা) প্রতীক নিয়ে ৬৩০৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শুভেন্দু সরকার পিন্টু (নারিকেল গাছ) প্রতীক নিয়ে ২,৭৩০ ভোট পেয়েছেন। এছাড়াও বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মনোনীত প্রার্থী মাওলানা আবদুল মান্নান (হাতপাখা) প্রতীক নিয়ে ১১৬৭ ভোট পেয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচনের ভোট গণনা শেষে স্ব-স্ব কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ফলাফল ঘোষণা করেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //