শীতে ফসলে বেড়েছে পোকার আক্রমণ

ঝালকাঠিতে প্রচণ্ড শীতে শীতকালীন শাকসবজি ও ফসলে পোকার আক্রমণ বেড়েছে। এছাড়া পান পাতা হলদে হয়ে ঝরে যাচ্ছে, বীজতলা নষ্ট, বোরো রোপণে বিলম্ব হওয়ার শঙ্কায় কৃষক। 

ঝালকাঠি জেলায় চলতি বোরো মৌসুমে ৭২৫ হেক্টর জমিতে বীজতলা করে ১২ হাজার ৯৬০ হেক্টর জমিতে আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা কৃষি বিভাগ। ইতোমধ্যে প্রায় ১২০০ হেক্টর জমিতে রোপণ করা হয়েছে। কিন্তু শীতে বীজতলা নষ্ট ও রোপণ কাজে বিলম্ব হওয়ায় সঠিক সময়ে রোপণ সম্পন্ন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

এ বছর ৮ হাজার ২৪৫ হেক্টর জমিতে বিভিন্ন রকমের শীতকালীন সবজি ও ফসল আবাদের লক্ষ্যমাত্রা সামনে রেখে ৭ হাজার হেক্টর জমির বিভিন্ন শীতকালীন সবজি ও ৮০৫ হেক্টর জমিতে সরিষা আবাদ করা হয়েছে। বর্তমানে ৪৬৮ হেক্টর জমিতে পান রয়েছে। শীতে পান পাতা হলদে হয়ে ঝরে যাচ্ছে। চাষিরা দ্রুত তুলে বিক্রি করতে চাইলেও বাজারে দাম কম। এতে কয়েক লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন পান চাষিরা।

উপজেলার বারৈবাড়ী এলাকার পান চাষি সুমন্ত জানান, তার ২ বিঘা জমিতে ২৫টি পানের বর রয়েছে। শীতে পান পাতা হলদে হয়ে ঝরে যাচ্ছে। চাষিরা দ্রুত তুলে বিক্রি করতে চাইলেও বাজারে দাম কম। শ্রমিক নিয়ে পান তুললে শ্রমিকের টাকাও ওঠে না। সবকিছুর দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও বেড়েছে কয়েকগুণ।

উপজেলার বারৈবাড়ী এলাকার শহিদুল ও ফারুক নামে দুই সবজি চাষি জানান, শীতের কারণে ফসল ও সবজি ক্ষেতে পোকার আক্রমণ বেড়েছে কয়েকগুণ। আগে সপ্তাহে একবার কীটনাশক দিলে হতো কিন্তু শীতের কারণে পোকা বেড়েছে, দুদিন পরপর কীটনাশক দিতে হচ্ছে। কিন্তু এত খরচ চালানো সম্ভব না। লাউ, টমেটো, কুমড়াসহ বিভিন্ন সবজি ও ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মনিরুল ইসলাম জানান, এখনো ওভাবে শৈত্যপ্রবাহ শুরু হয়নি। তাই বোরো বীজতলার বা আবাদে তেমন ক্ষতি হবে না। এছাড়া পানপাতা ঝরে যাওয়া রোধে এবং সবজি ও ফসলের পোকা আক্রমণ রোধে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //