ঝিনাইদহে মাদকের বিরুদ্ধে ব্যতিক্রমী বাই-সাইকেল র‌্যালি

‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে মাদক বিরোধী এক ব্যতিক্রমী বাই-সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার (১৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে তীব্র শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে মাদক বিরোধী আলোচনা সভা শেষে র‌্যালি অনুষ্ঠিত হয়।

মাদক বিরোধী সচেতনতা বৃদ্ধি ও যানবাহনের দূষণমুক্ত ভ্রমণ- এ আয়োজনের উদ্দেশ্য বলে জানায় শিক্ষার্থী রুহুল আমিন, শারমিন সুলতানা।

ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক পবিত্র কুমার বিশ্বাস জানান, পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংগঠন জেএইচপিআই ব্লাড ডোনার গ্রুপ আয়োজন করে এ ব্যতিক্রমী র‌্যালির। র‌্যালিটি সেখান থেকে শুরু হয়ে সদর উপজেলার হাটগোপালপুর বাজার হয়ে গণিতবিদ কেপি বসুর বাড়িতে গিয়ে শেষ হয়। এতে অংশ নেয় পলিটেকনিক ইনস্টিটিউটের দেড় শতাধিক শিক্ষার্থী। দুপুরে সেখানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় শেষে আবারো শিক্ষার্থীরা র‌্যালি  করে ফিরে আসেন।

এর আগে, পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেসময় সিও সংস্থার পরিচালক মাহফিদুল আলম অন্তর, মাহবুবুর রহমান, সাগর আহম্মেদ, সিদ্দিকউল্যাহ প্রমুখ বক্তব্য রাখেন।  

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //