১৮ দিন নিখোঁজ পোশাক কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজীপুরে ১৮ দিন নিখোঁজের পর সজীব নামের এক পোশাক কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গাজীপুর মহানগরের ২১ নং ওয়ার্ডের বাউপাড়া এলাকা থেকে ওই যুবকের মরদহ উদ্ধার করা হয়েছে। 

সজীব টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানার অলিপুর গ্রামের খলিলুর রহমান ওরফে রুস্তম আলীর ছেলে।

সজীব বাউপাড়া গ্রামের জাহাঙ্গীর কাজীর বাড়িতে দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে ভাড়া থাকতেন। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। গত মাসের ২৭ তারিখ সকালে নিজ কর্মস্থলে যাওয়ার কথা বলে আর বাসায় ফেরেননি বলে জানান নিহতের স্ত্রী শিবলী আক্তার। 

পুলিশ জানান, সকালে ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে এসে সজীবের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //