গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৩, ০৫:০৯ পিএম
আপডেট: ১৪ জানুয়ারি ২০২৩, ০৫:১০ পিএম
গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালি রুপালী ব্যাংক শাখায় গতকাল শুক্রবার (১৩ জানুয়ারি) রাতে চুরির ঘটনা ঘটেছে। এ সময় ব্যাংকের সিসিটিভি ক্যামেরা, ক্যামেরার ভিডিও সংরক্ষণের ডিভিআর মেশিন, হার্ডডিস্ক ও কম্পিউটার ভাঙচুর করা হয়েছে।
তবে টাকার ভল্টে চুরির চেষ্টা করলেও কোন অর্থ নিতে পারেনি বলে জানায় ব্যাংক কর্তৃপক্ষ।
এ ঘটনার পর রুপালী ব্যাংক রংপুর বিভাগীয় ব্যবস্থাপক মো. নোমান মিয়া আজ শনিবার (১৪ জানুয়ারি) সকালে ব্যাংক পরিদর্শনে এসে জানান, শুক্রবার রাতে একদল সংঘবদ্ধ চোরচক্র ব্যাংকের বাথরুমের ভেন্টিলেটর ভেঙে ভিতরে প্রবেশ করে টাকার ভল্ট খোলার চেষ্টা করে; কিন্তু খুলতে না পেরে তারা ব্যাংকের সিসিটিভি ক্যামেরার ভিডিও সংরক্ষণের ডিভিআর মেশিন, হার্ডডিস্ক ও ব্যাংকের তথ্য সংরক্ষণের একটি কম্পিউটার ভাঙচুর করে এবং বৈদ্যুতিক লাইনের সংযোগ বিছিন্ন করে।
এ ঘটনায় ব্যাংকের নিরাপত্তা কর্মী নুর আলমের দ্বায়িত্বে অবহেলা রয়েছে বলে জানান তিনি।
এ রিপোর্ট লেখা পযর্ন্ত সংশ্লিষ্ট থানায় লিখিত কোন অভিযোগ করেনি ব্যাংক কর্তৃপক্ষ। এবিষয়ে গাইবান্ধা সদর থানার এস আই জসিম উদ্দিন বলেন, ঘটনাটি শোনার পর শুক্রবার রাতেই আমি পরিদর্শনে গিয়েছিলাম; কিন্তু কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : গাইবান্ধা বাদিয়াখালি রুপালী ব্যাংক চুরি
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh