সাতক্ষীরায় ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত

সাতক্ষীরায় দ্রুতগামী ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক আব্দুল্লাহ্ শেখ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বাড়ি তালা উপজেলার মোবারকপুর। আজ শনিবার (১৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে শহরের বাইপাস সড়কের খড়িবিলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী আলমগীর হোসেন ও নূর ইসলাম জানান, মোটরসাইকেলটি মেডিকেল কলেজ থেকে বিনেরপোতা অভিমুখে যাচ্ছিলো। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক চাপা দিলে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়।

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক আব্দুল্লাহ শেখ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যান। এসময় ঘাতক ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। 

ঘটনাস্থল থেকে সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক অনিল মুখার্জী জানান, ঘাতক ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ মোঃ ফখরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘাতক ট্রাকের চালককে খুঁজে বের করার চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //