কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৩, ০১:৫৯ পিএম
আপডেট: ১৭ জানুয়ারি ২০২৩, ০২:০০ পিএম
কক্সবাজারের টেকনাফে ৩০ হাজার পিস ইয়াবাসহ মো. সিরাজুল ইসলাম (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি।
আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।
বিজিবি জানান , সিরাজুল সংঘবদ্ধ মাদক ও মানবপাচারকারি চক্রের সক্রিয় সদস্য। সিরাজুল টেকনাফ বরইতলী গ্রামের মোহাম্মদ শাহর ছেলে।
বিজিবির অধিনায়ক ইফতেখার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে সিরাজুলের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার বাড়ির পেছনে লাকড়ির স্তুপের ভেতর থেকে ৩০ হাজার ইয়াবাসহ সিরাজুলকে আটক করা হয়।
সিরাজুল স্বীকারোক্তিতে জানান, নাফ নদীর পাড়ে মো. আল-আমিন (২৮) ৫ হাজার টাকার বিনিময়ে ১০ হাজার ইয়াবা বিক্রি করে। ইয়াবা বিক্রির ৫ হাজার টাকাসহ ২টি মোবাইল ফোনও জব্দ করা হয়।
মঙ্গলবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে টেকনাফ মডেল থানায় সিরাজুলকে হস্তান্তর করা হয়েছে।
ইতিপূর্বে সিরাজুল ইসলামকে ২০২২ সালের ২৭ আগস্ট ২০ হাজার ইয়াবাসহ অবৈধভাবে মাদক বহন ও মানবপাচারের দায়ে আটক করা হয়। পরে সিরাজুল ইসলাম গত ২৮ ডিসেম্বর জামিনে মুক্ত হয়ে আবারো ইয়াবা পাচারের সঙ্গে জড়িয়ে পড়ে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh