পুলিশের ধাওয়া খেয়ে যুবলীগ নেতার মৃত্যুর অভিযোগ

নোয়াখালীর বেগমগঞ্জে গাছের সাথে ধাক্কা খেয়ে মোটরসাইকেল আরোহী কিরণ হাজারী (২৭) নামে এক যুবলীগকর্মীর মৃত্যু হয়েছে।  

কিরণ উপজেলার চৌমুহনী পৌরসভার গনিপুর গ্রামের মো. আলমগীরের ছেলে।  

আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, কিরন সোমবার বিকেলে ঢাকা টু নোয়াখালী মহাসড়কের মজুমদার হাটের পাশে দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার পথে হাইওয়ে পুলিশ তাকে থামার জন্য সিগন্যাল দেয়। সে মোটরসাইকেল না থামিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের গুন্ডির সাথে ধাক্কা খান। পরে তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। পরে রাত ২টার দিকে চিকিৎসাধীন অস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কিরণ মারা যান।

বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো.ফরিদুল আলম বলেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না। তাদেরকে এই বিষয়ে কিছু জানানো হয়নি। 

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভূঁইয়া পুলিশের ধাওয়ার অভিযোগ নাকচ করে বলেন, ওই যুবক রং সাইড দিয়ে যাওয়ার কারণে দুর্ঘটনার শিকার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আমি রাতেই ওই যুবকরে মৃত্যুর সংবাদ পেয়েছি।  

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //