ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৪টি স্বর্ণের বারসহ এক স্বর্ণ কারবারিকে আটক করেছে ৫৮ বিজিবি।
আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে বাঘাডাঙ্গা সীমান্তের পদ্মপুকুর এলাকা থেকে স্বর্ণের বারসহ বায়েজিদ মিয়াকে আটক করা হয়। তিনি মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের মৃত নাছির উদ্দিনের ছেলে।
মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ইজিবাইক যোগে একটি স্বর্ণের চালান বাঘাডাঙ্গা সীমান্তের দিকে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি অভিযানিক টহল দল পদ্মপুকুর এলাকা থেকে ইজিবাইকটি গতিরোধ করে। পরে চালককে আটক করে ইজিবাইক তল্লাশি করে ৪টি স্বর্ণের বার উদ্ধার করে। যার ওজন ৪৬৬.৩৮ গ্রাম, মূল্য ৩৪ লাখ ৫৮ হাজার ৮৩০ টাকা।
অপর দিকে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মাধবখালীর ময়নাগাড়ী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৪টি এয়ারগান উদ্ধার করা হয়।
আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আসামিসহ স্বর্ণ মহেশপুর থানায় ও এয়ারগান জীবননগর থানায় হস্তান্তর করা হবে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh