সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে নওগাঁ

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে উত্তরের সীমান্তবর্তী জেলা নওগাঁ। ঘন কুয়াশার সঙ্গে বইছে হিম বাতাস, ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) নওগাাঁয় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬.০ ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

বদলগাছি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা নজরুল ইসলাম জানান, আজ বৃহস্পতিবার সকাল ৯টায় নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৬.০ দশমিক ডিগ্রি সেলসিয়াস।

ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল হাওয়া প্রবাহিত হওয়ায় তাপমাত্রা নিম্নমুখী হতে শুরু করে। তবে ঘন কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিলছে। আস্তে আস্তে আবহাওয়া আরো নিম্নমুখী হতে পারে বলেও জানান তিনি।

এদিকে জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান জানান, শীতের প্রকোপ বাড়ার কারণে জেলার ১১টি উপজেলায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের নির্দেশনা দেওয়া হয়েছে। এরই মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তারা শীতবস্ত্র বিতরণ শুরু করেছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //