সুনামগঞ্জের ছাতক উপজেলার সুরমা ব্রিজে পিকআপভ্যানের ধাক্কায় সায়েম আহমদ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ শনিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ব্রিজের উপর এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত উপজেলার কুমনা এলাকার আবুল হোসেনের ছেলে। পুলিশ ও তার পরিবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সুরমা ব্রিজের ওপর দিয়ে দুইটি পিকআপভ্যান সারিবদ্ধভাবে পার হতে থাকলেও একে অপরের গতি ছিল বেপরোয়া। একটি পিকআপ আরেকটি পিকআপের গতির সাথে পাল্লা দিয়ে পার হচ্ছিল। ঠিক সেই মুহূর্তে সায়েমের গায়ে একটি পিকআপ ধাক্কা মারে। তখন তিনি সেতুতে লুটিয়ে পড়েন।
পুলিশ আরো জানায়, একটি পিকআপভ্যানের চালক পলাতক রয়েছেন এবং আরেকটি পিকআপভ্যানের চালক পুলিশের হাতে ধরা পড়েছেন। এ ঘটনায় দুই হেলপারসহ তিনজন পলাতক রয়েছেন।
আটক হওয়া একজন চালকের পরিচয় জানা গেছে। তার নাম মোবারক হোসেন তানভীর। তিনি একই জেলার দোয়ারাবাজার উপজেলার জলসী গ্রামের আব্দুল ওদুদের ছেলে।
স্থানীয়রা জানান, বেপরোয়াভাবে দুইটি পিকআপভ্যান সারিবদ্ধ হয়ে ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় একটি পিকআপভ্যানের ধাক্কায় পথচারী সায়েম আহমদ সড়কের উপর লুটিয়ে পড়েন। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশ থেঁতলে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ছাতক হাসপাতালে নিয়ে যান। পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খান মোহাম্মদ খায়রুল জাকির জানান, এই ঘটনার সাথে জড়িত একজনকে আটক করা হয়েছে ও দুইটি পিকআপভ্যান জব্দ করা হয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : সুনামগঞ্জ সড়ক দুর্ঘটনা নিহত
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh