গাজীপুরের পূর্বাইল এলাকা থেকে অপহৃত কিশোরীকে (১৩) বরিশাল থেকে উদ্ধার করেছে র্যাব। গতকাল রবিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যার দিকে বরিশাল সদর উপজেলার সায়েস্তাবাদ এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
এসময় তাকে অপহরণের অভিযোগে দায়ের করা মামলার মূল আসামি হযরত আলী আপন (২৩) নামের এক যুবককে আটক করা হয়।
আপন হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানাধীন মদনপুর গ্রামের মো. কাশেম আলীর ছেলে।
র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।
র্যাব-৮ এর মিডিয়া গ্রুপে জানানো হয়েছে, গত ১৭ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কিশোরী পূর্বাইল থানাধীন তালভিটা এলাকায় নিজ বাসা থেকে খালার বাসার উদ্দেশে বের হন। তালুটিয়া গ্রামের বায়তুল মামুন জামে মসজিদের সামনে পৌঁছালে পূর্ব পরিকল্পিতভাবে আসামিরা একটি সিএনজিতে করে কিশোরীকে অপহরণ করেন। এই ঘটনায় গত ২৪ জানুয়ারি গাজীপুরের পূর্বাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরণ মামলা দায়ের করেন কিশোরীর বাবা।
র্যাব জানিয়েছে, গত ২৮ জানুয়ারি পূর্বাইল থানা থেকে র্যাব-৮ এর নিকট একজন আসামি গ্রেপ্তারের জন্য সুপারিশপত্র প্রেরণ করে। এর প্রেক্ষিতে র্যাব তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামির অবস্থান নিশ্চিত হয়ে তাকে আটক করে। পরে তাকে পূর্বাইল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব আরো জানিয়েছে, কিশোরীকে নিয়ে অপহরণ মামলার আসামি আপন বরিশাল সদর উপজেলার সায়েস্তাবাদ এলাকায় অবস্থান নিয়েছিল।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh