কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৩, ০৪:৩১ পিএম
আপডেট: ৩০ জানুয়ারি ২০২৩, ০৪:৩৫ পিএম
কুষ্টিয়ায় ভেড়ামারা থেকে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি সাফি মালিথাকে (৪৮) গ্রেপ্তার করেছে র্যাব।
আজ সোমবার (৩০ জানুয়ারি) দুপুরের দিকে র্যাব-১২ কুষ্টিয়া কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান কুষ্টিয়ার কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান।
সাফি মালিথা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর এলাকার ছলিমুদ্দিন মালিথার ছেলে।
কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান জানান, ২০০৬ সালের ১০ সেপ্টেম্বর কুষ্টিয়া জেলার দৌলতপুর থেকে শরীরে ফেনসিডিল বহন করে বাসযোগে ঢাকা যাওয়ার পথে কালিয়াকৈর এলাকায় পুলিশের চেকপোস্টে গ্রেপ্তার হন সাফি মালিথা। এ ঘটনায় গাজীপুরের কালিয়াকৈর থানায় সাফি মালিথার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার বিচারিক কার্যক্রম শেষে ২০১৫ সালে গাজীপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, সাফি মালিথা গ্রেপ্তার হওয়ার পর প্রায় ছয় মাস জেল খেটে জামিনে মুক্তি পান। এর পর থেকেই তিনি পলাতক ছিলেন। তাকে গ্রেপ্তার করতে র্যাব গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। পরে গতকাল রবিবার (২৯ জানুয়ারি) রাত ১০টার দিকে ভেড়ামারা উপজেলার মণ্ডলপাড়া এলাকা থেকে সাফিকে গ্রেপ্তার করা হয়। আসামিকে আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : কুষ্টিয়া যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি আটক
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh