‘শিক্ষার্থীদের হাতে ২ সপ্তাহের মধ্যে বই পৌঁছে যাবে’

আগামী দুই সপ্তাহের মধ্যেই শিক্ষার্থীদের হাতে সব বই পৌঁছে যাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ রবিবার (১ জানুয়ারি) গাজীপুরের কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মাধ্যমিকের পাঠ্যপুস্তক উৎসবে সাংবাদিকদের প্রশ্নে জবাবে তিনি এ তথ্য জানান।

অনুষ্ঠানে কাপাসিয়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৬ হাজারের বেশি শিক্ষার্থী শিক্ষামন্ত্রীর মাধ্যমে নতুন বই হাতে পায়। শিক্ষামন্ত্রীর হাত থেকে নতুন বই পেয়ে তারা বেশ উৎফুল্ল।

প্রথমদিকে বিদ্যুৎ-কাগজের সঙ্কটের কারণে কিছু শঙ্কা থাকা পরও বছরের প্রথমদিন শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দিতে পেরে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞাতা জানান শিক্ষামন্ত্রী। এসময় আগামী দুই সপ্তাহের মধ্যেই  শিক্ষার্থীদের হাতে সকল বই পৌছে দেয়ার আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন, মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নেহাল আহমেদ, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ওমর ফারুক, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান, গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান, গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোতাহার হোসেন মোল্লা, কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমানত হোসেন খানসহ অনেকে।

প্রসঙ্গত, চলতি বছর গাজীপুর জেলায় প্রাথমিক পর্যায়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ৬ লাখ ১২ হাজার ৩৫১ জন শিক্ষার্থীদের হাতে মোট ২৫ লাখ ৪০ হাজার ২৩৪টি পাঠ্যপুস্তক বিতরণ করা হবে।

অন্যদিকে মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত মোট ৬ লাখ ৯২ হাজার ৭৩০ জন শিক্ষার্থীদের হাতে মোট ৮৭ লাখ ৭৬ হাজার ৬৮৯টি পাঠ্যপুস্তক বিতরণ করা হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //