‘আ.লীগ থেকে কোনো ভাগ পায়নি জাতীয় পার্টি’

শেরপুর জাতীয় পার্টির সভাপতি মো. ইলিয়াস উদ্দিন বলেন, আমরা ১৪ বছর ধরে আওয়ামী লীগের সাথে পার্টনারসীপে ক্ষমতায় থেকে কোনো ভাগ পাইনি। বিগত ২০০৯ সালে আমি যখন উপজেলা চেয়ারম্যান তখন আওয়ামী লীগের এমপি আতিক সাহেব আমাকে একটি কম্বলও দিতে দেয়নি। আমরা বরাবরই শেরপুরে সরকারের অংশিদার থেকেও বৈরি আচারণের শিকার হয়েছি। 

আজ রবিবার (১ জানুয়ারি) বিকেলে শেরপুর শহরের খরমপুরস্থ দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত দলীয় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপিকে শুধু বলে খেলা হবে। কিন্তু আপনাদের সাথে বিচার বিভাগ আছে, প্রশাসন আছে, পুলিশ আছে, সেনা বাহিনী আছে, র‍্যাব আছে। এসব ছেড়ে দিয়ে আসেন মাঠে। আর খেলা হবে বলতে পারবেন না।

আলোচনা সভার আগে শোভাযাত্রা বের করে শহর প্রদক্ষিণ করে নেতাকর্মীরা। 

এসময় বক্তব্য রাখেন, সহ-সভাপতি মোখলেছুর রহমান, আতর আলী চেয়ারম্যান, যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, কাজী শাহনেওয়াজ শাহীন, সাংগঠনিক সম্পাদক এসএম আশরাফসহ বিভিন্ন উপজেলার দলীয় নেতাকর্মীরা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //