রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে আটক ২৩

রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানে মোট ২৩ জনকে আটক করা হয়েছে। সাথে থাকা মাদকদ্রব্যও জব্দ করা হয়।

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় (৩-৪ ডিসেম্বর) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ছয়জন, তানোর থানা একজন, মোহনপুর থানা একজন, বাগমারা থানা দুইজন, দুর্গাপুর থানা তিনজন, চারঘাট মডেল থানা আটজন ও বাঘা থানা দুইজনকে আটক করে। যার মধ্যে ১৫ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ছয়জন মাদকদ্রব্যসহ এবং দুইজনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

গোদাগাড়ী মডেল থানা পুলিশ মো. ফরহাদ হোসেনকে ৪০ গ্রাম হেরোইনসহ আটক করে। বাগমারা থানা পুলিশ মো. আশরাফুল ইসলাম ও মো. লায়েব আলীকে ১৫ গ্রাম হেরোইনসহ আটক করে। ডিবি পুলিশ রাজশাহী গোদাগাড়ী থানা এলাকা থেকে মো. সেতাবুর রহমান বাবু, মো. আলমগীর ও মো. আব্দুল্লাহ্কে ১০০ গ্রাম হেরোইনসহ আটক করে। 

আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //