ভোলার বাংলাবাজারের বটতলা এলাকায় ট্রাক উল্টে ফখরুল ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছে আরো ১০ জন।
আজ বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে বটতলা বাজারে ইট খালি করে সিমেন্ট আনতে বাংলাবাজারে যাওয়ার সময় খাদে পড়ে যায় ট্রাকটি। এসময় ট্রাকে থাকা ১৭ জন শ্রমিকের মধ্যে ১০ জন গুরুতর আহত হয়।
স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সাতজনকে বরিশাল পাঠানো হয়। অবস্থার অবনতি দেখে বরিশাল থেকে চারজনকে ঢাকায় রেফার করা হলে পথের মধ্যেই ফখরুলের মৃত্যু হয়।
ফখরুল ভোলা সদর উপজেলার দক্ষিণ দিগলদী ইউনিয়নের উত্তর জয়নগর এলাকার মো. সিরাজের ছেলে। তিনি দিনমজুর হিসেবে কাজ করতেন।
ভোলার বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শেখ ফরিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ভোলা বাংলাবাজার দুর্ঘটনা
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh