অন্যের কাঁধে ভর করে কেন্দ্রে উকিল সাত্তার

সিএনজি চালিত অটোরিকশায় করে কেন্দ্রে আসেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী উকিল আবদুস সাত্তার ভূঁইয়া। সিএনজি ছেড়ে তার ভাতিজা স্থানীয় মুকসুদ আলী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হোসেন এবং অন্য আরেকজনের কাঁধে ভর করে ভোট কেন্দ্রের ভেতরে আসেন।

সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর ৮ নম্বর ওয়ার্ডের ৪৬ নম্বর পরমানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের তিন নম্বর বুথে ভোট দেন তিনি। তার ভোট নম্বর ৯০২। ভোটের পর উকিল আবদুস সাত্তার ভূঁইয়া জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, ভোট দিতে পেরে ভালো লাগছে। জয়ী হলে অসমাপ্ত কাজ সম্পন্ন করার চেষ্টা করবো।

ভোট দেয়ার সময় আবদুস সাত্তার ভূঁইয়ার ছেলে নাজমুল হাসান তুষার, সাবেক উপজেলা ছাত্রদলের আহবায়ক রিফাত জিয়া, আওয়ামী লীন নেতা কুতুবুল আলম তার সঙ্গে ছিলেন। এ কেন্দ্রে ভোটার সংখ্যা ৪১৫৭ জন। পরে তিনি পার্শ্ববর্তী অরুয়াইল হয়ে সরাইল চলে যান।

২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে জয়ী উকিল আবদুস সাত্তার গত ডিসেম্বরে সংসদ এবং দল থেকে পদত্যাগ করে এই উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবার তার নির্বাচন করছে খোলাখুলি ভাবে আওয়ামী লীগ। কেন্দ্র, জেলা, উপজেলা এবং ইউনিয়নের নেতারা হুমড়ি খেয়ে তার নির্বাচন করছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //