বেলার রিজওয়ানার ওপর হামলার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের ওপর চট্টগ্রামে বর্বরোচিত হামলার প্রতিবাদে নেত্রকোনা জেলা প্রেসক্লাব সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে বেলার নেটওয়ার্ক মেম্বার ও পরিবেশবাদী কর্মী নেত্রকোনা ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে পরিবেশবাদী সাংবাদিক দিলওয়ার খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, ম. কিবরিয়া চৌধুরী হেলিম, ভজন দাস, নাজমুল কবীর সরকার, ইকবাল হাসান, আলতাবুর রহমান কাসেম, পল্লব চক্রবর্তী ও রোকসানা আক্তার প্রমুখ।

মানববন্ধন চলাকালে সঞ্চালক দিলওয়ার খান জানান, চট্টগ্রামের কাউন্সিলর জসিমের লোকজন ওই এলাকার পাহাড়ের মাটি কেটে বিক্রিসহ দখলের প্রতিবাদে গত ২৬ জানুয়ারি বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান ঘটনাস্থল পরিদর্শনে যান। তার অবস্থানের খবর জানতে পেরে কাউন্সিলর জসিমের লোকজন সৈয়দা রিজওয়ানা হাসানের ওপর অতর্কিত হামলা চালায়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //