চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আবদুল ওদুদ নৌকা প্রতীকে ৫৯ হাজার ৬৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটন আপেল প্রতীকে ৫৫ হাজার ৯৮০ ভোট পেয়েছেন।
এই নির্বাচনে বিএনএফ-এর প্রার্থী কামরুজ্জামান খান টেলিভিশন প্রতীকে পেয়েছেন মাত্র চার হাজার ৪০ ভোট।
আজ বুধবার (১ ফেব্রুয়ারি) রাতে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এ কে এম গালিভ খান বেসরকারি এই ফল ঘোষণা করেন।
এর আগে, সকাল সাড়ে ৮টা থেকে চাঁপাইনবাবগঞ্জ-২ ও ৩ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিকাল সাড়ে ৪টায় শেষ হয় ভোট। বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন নৌকা আবদুল ওদুদ জয়ী উপনির্বাচন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh