৬৪ ইটভাটার ৬১টি অবৈধ

শেরপুরে ৬৪টি ইটভাটার মধ্যে ৬১টিই অবৈধ। হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই চলছে অবৈধ ইটভাটার কার্যক্রম। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে, শেরপুরে ৬৪টি ইটভাটার মধ্যে বৈধ ভাটার সংখ্যা ৩টি। ইতোমধ্যে জেলার নয়টি ইটভাটা হাইকোর্টের নির্দেশে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তবে তারপরও থেমে নেই অবৈধ ইটভাটার কর্মযজ্ঞ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, অবৈধ ইটভাটায় পোড়ানো হচ্ছে কয়লার পরিবর্তে কাঠ। শিশু শ্রমিক খাটানো হচ্ছে, যাদের বয়স ১০-১২ বছর। ফসলি জমির উর্বর মাটি যাচ্ছে ইটভাটায়। এক শ্রেণির দালাল টাকার প্রলোভন দেখিয়ে মাটি বিক্রি করতে বাধ্য করছে। দিন দিন উর্বর মাটি কমে যাওয়ায় হুমকিতে পড়েছে কৃষি আবাদ।

কৃষি অফিস বলছে, দ্রুত মাটি কাটা বন্ধ না হলে কৃষি উৎপাদন বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়বে। সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নে অবস্থিত জিহান ব্রিকস্ বিষাক্ত গ্যাস ছেড়ে দেওয়ায় সেখানকার স্থানীয় কৃষকদের প্রায় ১০০ একর ফসলি জমির ধান নষ্ট হয়ে যায়।

এটা নিয়ে স্থানীয় কৃষকরা আন্দোলন করলেও প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। ক্ষতিপূরণ পর্যন্ত দেওয়া হয়নি কৃষকদের। পরে অনেক কৃষক তাদের সেই জমি কমমূল্যে বিক্রি করে অন্যত্র চলে যায়।

ক্ষতিগ্রস্ত কৃষক ছমিদুল জানান, জিহান ইটভাটার বিষাক্ত গ্যাসের কারণে গত বছর এলাকার সব কৃষকের ধান নষ্ট হয়ে গেছে। গাছে কোনো ফল ধরে না, কয়লার ধোঁয়ায় আমরা ঘরে থাকতে পারি না।

ময়মনসিংহ বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক রুবেল মাহবুব বলেন, ইটভাটা প্রস্তুত আইন অনুযায়ী ভাটা নির্মাণ না করলে সেগুলোকে ভেঙে দেওয়া হবে। ভাটা মালিকদেরকে আমরা পরামর্শ দিচ্ছি তারা যেন পরিবেশবান্ধব ইটভাটা নির্মাণের প্রস্তুতি নেয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //