কক্সবাজারে এনজিওকর্মীর মরদেহ উদ্ধার

কক্সবাজারে নিশাত আহম্মেদ নামের ২৫ বছর বয়সী এনজিওকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাত  সাড়ে ১১ টার দিকে কক্সবাজার শহরের পশ্চিম বাহারছড়া এলাকার গফুর সওদাগরের ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত নিশাত আহম্মেদের বাড়ি চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট চা বাগান এলাকার ছৈয়দ আহম্মদের মেয়ে। তিনি উন্নয়ন সংস্থা (এনজিও) ইউএনডিপিতে কর্মরত ছিলেন।

স্থানীয়দের ধারণা নিশাত আত্মহত্যা করেছেন। সেদিন  বিকেলের দিকেও নিশাতকে তারা রাস্তায় চলাচল করতে  দেখেছেন। রাতে বাসায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে  স্থানীয়রা কক্সবাজার সদর মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

বাড়ির মালিক গফুর সওদাগর জানান, গত একমাস আগে ভবনের তৃতীয় তলায় একটি বাসা ভাড়া নেন, নিশাত সেখানে একা থাকতেন। তার কাছ থেকে কোন পরিচয় পত্র বা কোনো ধরনের কাগজ পত্র নেননি তিনি। নেই কোনো ভাড়াটিয়া চুক্তিনামাও।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত এখনই কিছু বলা যাচ্ছে না।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //