কুমিল্লা শিক্ষাবোর্ড: যে ৫ কলেজের সবাই ফেল

উচ্চমাধ্যমিকের ফলাফলে কুমিল্লা শিক্ষাবোর্ডের পাঁচ কলেজের কোন শিক্ষার্থী পাস করেনি। শতভাগ পাস করেছে ৩৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী। চলতি এ বোর্ডে শতকরা ৯০.৭২ শতাংশ। ছেলেদের চেয়ে এগিয়ে আছে মেয়েরা। পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

শতভাগ ফেল করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো- নোবেল কলেজ ফেনী,  গ্রিনলাইন কলেজ ফেনী,  কৃষ্ণনগর আবদুল জব্বার স্কুল এন্ড কলেজ, নবীনগর, ব্রাক্ষণবাড়িয়া, ঝিনুকপুর ইউনিয়ন স্কুল এন্ড কলেজ, নবীনগর, ব্রাক্ষণবাড়িয়া, ড. মো. সামসুল হক মডেল কলেজ, মতলব সাউথ, চাদপুর।

এ বছর এইচএসসি-সমমান পরীক্ষায় ৮৫ হাজার ৮৮০ জন পরীক্ষার্থী অংশ নেন এবং ৭৭ হাজার ৯০৭জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন।

এ বছর কুমিল্লা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১৪,৯৯১ জন। এ ফলাফল (জিপিএ-৫) গত ৫ বছরে সর্বোচ্চ।

এবার ফলাফলে ছেলেদের চেয়ে এগিয়ে আছে মেয়েরা। জিপিএ -৫ পেয়েছে মেয়েরা  ৮ হাজার ৭৫৭জন। মেয়েদের শতকরা পাসের হার ৯১ দশমিক ৩৯ শতাংশ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //