প্রধান শিক্ষককে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন

রাজশাহীর পুঠিয়ায় প্রধান শিক্ষককে লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিড়ালদহ সৈয়দ করম আলী উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা।

আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে পুঠিয়া উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন পালনকারী ছাত্ররা জানায়, গত সোমবার রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সামাদসহ কয়েকজন বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষক কুরবান আলীকে লাঞ্ছিত করেন। পরে তারা বিদ্যালয়ের বাহিরে গিয়ে তাকে মোবাইলে প্রাণ নাশের হুমকি দেন। এ ঘটনার প্রতিবাদ জানাতে তারা এই কর্মসূচি পালন করছে।

এলাকাবাসী জানান, ওই বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের কারণে এ ধরণের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। নির্বাচিত কমিটি না করে এডহক কমিটি গঠন করা নিয়ে দুটি পক্ষের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, গত সোমবার ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক থানায় একটি জিডি করেছেন। আর ছাত্রদের মানববন্ধন কর্মসূচি পালনকালে কোনো অঘটন না ঘটে সেজন্য সেখানে পুলিশের উপস্থিতি ছিল।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //