সুপারী বাগানে মিলল যুবকের ক্ষতবিক্ষত মরদেহ

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের মিয়াজী পাড়া এলাকা থেকে রক্তাক্ত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৮ টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মো. গোলাম কবির বিষয়টি  নিশ্চিত করেছেন।

তিনি জানান, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। লাশের শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ইতোমধ্যে সিআইডি ফরেনসিক বিভাগকে খবর দেওয়া হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য ওসমান সরওয়ার জানান, আমার পার্শ্ববর্তী এক বাড়ির সুপারী বাগানে ২৫/২৬ বছর বয়সী এক যুবকের লাশ দেখতে পেয়ে এলাকাবাসী আমাকে বিষয়টি জানাই। পরে বিষয়টি আমি পুলিশকে অবগত করি৷ 

লাশের পরিচয় ও ঘটনায় জড়িতদের শনাক্তকরণে কাজ চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকটি সংস্থা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //