পানিস্বল্পতায় কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনে ভাটা

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পানিস্বল্পতার কারণে দেশের একমাত্র জলবিদ্যুৎকেন্দ্র কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন কমেছে। কেন্দ্রটির সর্বোচ্চ উৎপাদন সক্ষমতা ২৪২ মেগাওয়াট হলেও এখন উৎপাদন হচ্ছে মাত্র ৩০ মেগাওয়াট। আগামী দুইমাসেও এই সংকট থেকে উত্তরণের সম্ভাবনা নেই বলছেন সংশ্লিষ্টরা। বর্তমানে বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে একটি ইউনিটে গড় উৎপাদন হচ্ছে ৩০ মেগাওয়াট।

বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে, প্রতি বছরের নভেম্বর-ডিসেম্বর থেকে কাপ্তাই হ্রদের পানি কমতে থাকায় বিদ্যুৎ উৎপাদন কমতে শুরু করে। হ্রদের পানি কমতে শুরু করায় উৎপাদনকেন্দ্রের পাঁচটি ইউনিটের উৎপাদন সক্ষমতা ধারলয়ে কমিয়ে আনা হয়। বিগত বছরে যান্ত্রিকত্রুটির কারণে কেন্দ্রের দুইটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত থাকলেও এ বছর পাঁচটি ইউনিট সচল রয়েছে।

কেন্দ্র সূত্র আরো জানিয়েছে, পাঁচ ইউনিটের মধ্যে এখন মাত্র ৪ নম্বর ইউনিটে উৎপাদন হচ্ছে গড়ে ৩০ মেগাওয়াট। বিগত দুই মাস ধরে বিদ্যুৎ উৎপাদন কমে এসেছে। আপাতত হ্রদে পানি বৃদ্ধির সম্ভাবনা না থাকায় আগামী মার্চ পর্যন্ত পানিস্বল্পতার মধ্যেই উৎপাদন অব্যাহত রাখবে হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, রুলকার্ভ অনুযায়ী কাপ্তাই হ্রদে পানির ধারণ ক্ষমতা ১০৯ এমএসএল (মীনস সি লেভেল)। হ্রদে বর্তমানে ৯৫ দশমিক ৮৮ এমএসএল পানি থাকার কথা থাকলেও আজ বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত কাপ্তাই হ্রদে পানি আছে ৮২ দশমিক ৫৩ এমএসএল। স্বাভাবিকতার চেয়ে হ্রদে এখন ১৩ দশমিক ৩৫ এমএসএল পানি রয়েছে। যে কারণে ৫টি ইউনিটের মধ্যে বর্তমানে বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট সচল রয়েছে। উৎপাদিত বিদ্যুতের পুরোটাই জাতীয় গ্রিডে সঞ্চালন করা হচ্ছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আবদুজ্জাহের বলেন, পাঁচটি ইউনিটে আমাদের কেন্দ্রের মোট উৎপাদন সক্ষমতা ২৪২ মেগাওয়াট। এর মধ্যে এখন একটি ইউনিটে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। পানিস্বল্পতার কারণে চারটি ইউনিটে উৎপাদন আপাতত বন্ধ রয়েছে। বৃষ্টিপাত না হলে কিংবা কাপ্তাই হ্রদের পানি না বাড়লে উৎপাদন সক্ষমতা বাড়ানোর জন্য আমাদের কিছু করার নেই। পানি না বাড়লে উৎপাদন সক্ষমতা আরো কমতে পারে। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //