নোবিপ্রবিতে নবীনদের ক্লাস শুরু ১৪ ফেব্রুয়ারি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আগামী ১৪ ফেব্রুয়ারি ২০২১-২২ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করেছে নোবিপ্রবি।

ওয়েবসাইটের তথ্য মতে, আগামী ১৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে সকাল ১১টায় শুরু শুভেচ্ছা ক্লাসের মাধ্যমে নবীনদের বরণ করা হবে৷

গুচ্ছ ভর্তি পরীক্ষার জটিলতায় এর আগে ক্লাস শুরুর ঘোষণা দিলেও তা আর করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। সর্বশেষ ১৪ ফেব্রুয়ারি নবীন শিক্ষার্থীদের নবীন বরণ এবং ক্লাস শুরুর তারিখ ঘোষণা করে নোবিপ্রবি।

নীবনরা জানায়, শুভেচ্ছা ক্লাসের দিনই বিশ্ব ভালোবাসা দিবস। আর এদিনেই নতুন শিক্ষার্থীদের জীবনে শুরু হতে যাচ্ছে নতুন এক অধ্যায়। এটা এক ভিন্নরকম রোমাঞ্চ। উপকূলীয় অক্সফোর্ড খ্যাত নোবিপ্রবিতে স্বপ্নের ডানা মেলে উড়তে চাই আমরা। ভ্রাতৃত্ব ও ভালোবাসায় একই ক্যাম্পাসে নতুন ব্যাচের (১৭তম) সবাই মেলে ধরতে চাই নিজেদের।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //