খাগড়াছড়িতে অবৈধ ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা

খাগড়াছড়ির সদর উপজেলার কমলছড়িতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ইটভাটা চালাচ্ছি গোলাবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জ্ঞান রঞ্জন ত্রিপুরা। ইটভাটায় ড্রাম চিমনি ব্যবহার নিষিদ্ধ থাকলেও তা মানছিল না এই চেয়ারম্যান। এছাড়া বনের কাঠ ও ফসলি জমি ব্যবহার করে অবৈধ ভাটা চালিয়ে জনভোগান্তি তৈরি করছিল। সেই ভাটার বিরুদ্ধে এবার অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

আজ শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে জেলা সদরের কমলছড়ি ইউনিয়নের মারমা পাড়া এলাকায় চেয়ারম্যানের মালিকাধীন জি এন্ড সন্সকে এক লাখ টাকা জরিমানা করেছে খাগড়াছড়ি ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মো. এরফান উদ্দিন। এসময় একজন আটক করা হলেও পরে জরিমানা টাকা জমা দেওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া খাগড়াছড়ি ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মো. এরফান উদ্দিন জানান, জ্বালানি কাঠ ব্যবহারসহ ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ মোতাবেক জি এন্ড সন্সকে জরিমানা করা হয়। একই সাথে ভাটা মালিককে সর্তক করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জানান তিনি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //