নেত্রকোনায় বিএনপির পদযাত্রায় হামলা, আহত ৬

নেত্রকোনায় গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল, তেল আটাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও সার ডিজেলসহ কৃষি উপকরণের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সদর উপজেলায় ১২টি ইউনিয়নে বিএনপি পদযাত্রা অনুষ্ঠিত হয়।

আজ শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে জেলা বিএনপির আহবায়ক ডা. আনোয়ারুল হকের নেতৃত্বে মদনপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে শাহ সুলতান কমর উদ্দিন রুমির মাজার থেকে পদযাত্রা শুরু করে বোর্ডের বাজারে গিয়ে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও মদনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফরিদ উদ্দিন ফকির, ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী প্রমুখ।

এদিকে কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনা সদর উপজেলার রৌহা ইউনিয়ন বিএনপি উদ্যোগে পদযাত্রায় স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দের হামলায় বিএনপির ছয় নেতাকর্মী আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে পদযাত্রা শেষ করে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আসার পথে জামতলা-শিমুলকান্দী বাজার এলাকায় পৌঁছলে রৌহা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীর ওপর হামলার করা হয়। হামলায় আহতরা হলেন- রৌহা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আসাদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক আশিক মিয়া, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, বিএনপি নেতা হাদিস মিয়া, মানিক মিয়া, শাহজাহান মিয়া।

রৌহা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম বাতেন জানান, কেন্দ্রীয় বিএনপির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল পৌনে নয়টার সময় বিএনপির নেতা-কর্মী রৌহা ইউনিয়নের জামতলা শিমুলকান্দী বাজার এলাকায় পৌঁছলে রৌহা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মুন্নার নেতৃত্বে বিএনপির নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা করা হয়। এতে ইউনিয়ন বিএনপির ছয় নেতা-কর্মী আহত হয়। আহতদের মধ্যে ৫জন গুরুতর আহত হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হামলার ঘটনা জানতে চাইলে রৌহা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মুন্না বলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগ ঘোষিত শান্তি সমাবেশ পালন করছিল স্থানীয় আওয়ামী লীগ। অপরদিকে রৌহা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম বাতেনের নেতৃত্বে দুই শতাধিক বিএনপির নেতাকর্মী জামতলা বাজারে নৈরাজ্য সৃষ্টি করতে চাইলে স্থানীয় আওয়ামী লীগ বাধা দিলে নেতা-কর্মীর ওপর হামলা চালায়। এতে স্থানীয় আওয়ামী লীগ কর্মী নাজিম উদ্দীন গুরুতর আহত হয়। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //