মোটরসাইকেলের টায়ারে সাত কেজি গাঁজা, গ্রেপ্তার দুই

নাটোরে মোটরসাইকেলের টায়ারের ভেতরে অভিনব কায়দায় গাঁজা পরিবহনকালে দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।

আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন।।

গতকাল সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলা পূর্ব হাগুড়িয়া এলাকা থেকে ধাওয়া করে শহরের মাদরাসা মোড় এলাকায় দুই মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ফুলবাড়ি থানার পূর্বফুলমতি এলাকার মোহাম্মদ মন্ডল মিয়ার ছেলে মো. মামুন হাসান (২৩) এবং কুড়িগ্রাম জেলার উলিপুর থানার মাতারটারী এলাকার মো. খলিলুর রহমানের ছেলে মো. মাইদুল ইসলাম (৩৮)।

র‌্যাব-৫ জানান, গোয়েন্দা তথ্যেরভিত্তিতে সোমবার রাতে নাটোর সদর উপজেলার নাটোর সদর উপজেলার হাগুড়িয়া এলাকায় কোম্পানি অধিনায়ক অতি. পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন এবং কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে কুড়িগ্রাম হতে নাটোরগামী সড়কে চেকপোস্ট বসানো হয়। এসময় দুইটি মোটরসাইকেল আসতে দেখে থামানোর সংকেত দিলে মোটরসাইকেলের দুই চালক সংকেত অমান্য করে দ্রত আসতে থাকলে র‌্যাবের টহল দল তাদের পিছু পিছু ধাওয়া করে। পরে শহরের মাদরাসা মোড় এলাকায় মোটরসাইকেলের টায়ারের ভেতরে অভিনব কায়দায় সাত কেজি ৩০০ গ্রাম কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল, দুইটি মোটরসাইকেল, নগদ ৩০ হাজার ৫০ টাকা জব্দ করা হয়।

জব্দ গাঁজা বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করে আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে পরিবহন করছে বলে তারা স্বীকার করে।

র‌্যাব-৫ আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার মাদককারবারি। তারা দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন অঞ্চলে মাদক কেনাবেচা করে আসছে। এ ঘটনায় নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //