কক্সবাজারের উখিয়া উপজেলার থ্যাংখালী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ১ লাখ ৩০ হাজার জাল টাকার নোটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তাররা হলেন, পালংখালী ইউনিয়নের রহমতের বিল গ্রামের আবুল বশরের স্ত্রী রাশেদা বেগম (৩৫) ও জুবায়েরের স্ত্রী জোলেখা বেগম (২২)। আটক দুজনেই সহোদর পরস্পর বোন।
আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক আবু সালাম চৌধুরী।
তিনি জানান, গত রবিবার গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানাধীন পালংখালী ইউনিয়নের থাইংখালী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে জাল টাকার ব্যবসায়ী দুই নারীকে আটক করা হয়। এসময় তাদের তল্লাশি করে ১ লাখ ৩০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দুই সহোদর বোন। তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশি জাল কারেন্সি নোট কক্সবাজার জেলার বিভিন্ন জায়গায় বিক্রয় ও লেনদেন করে আসছেন বলে স্বীকার করেন।
এ বিষয়ে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh