ববিতে সিঙ্গেল কমিটির বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল

সিঙ্গেল থাকি সুস্থ থাকি ১৪ই ফেব্রুয়ারিকে না বলি- এই স্লোগানে বিশ্ব ভালোবাসা দিবসে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সিঙ্গেল কমিটির সদস্যরা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে।

গতকাল মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সিঙ্গেল কমিটি কর্তৃক আয়োজিত মিছিলটি প্রধান ফটক থেকে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ টিএসসি হয়ে মুক্ত মঞ্চের সামনে শেষ হয়।  

এসময় সিঙ্গেল কমিটির সভাপতি মো. হাসিবুর রহমান হাসিব বলেন, আমাদের এই আন্দোলন হচ্ছে অশ্লীলতার বিরুদ্ধে। এই ভালোবাসা শুধু যুগলদের জন্য নয়, এই দিবসে সকলের জন্য ভালোবাসা থাকবে, আমার নিজের জন্য, পরিবারের জন্য, দেশ ও সমাজের জন্য। 

ববি শিক্ষার্থী নাজমুল হাসান কৌশিক বলেন, সুস্থ ভালোবাসা হোক সবার জন্য। আপনি আপনার ভালোবাসার নামে টাকা খরচ করছেন, তা দিয়ে আপনি পথশিশুদের খাবার কিনে দিতে পারেন। ফুল কিনে আপনার মাকে দিতে পারেন। 

বাংলা বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ রাকিবুল  ইসলাম রাসেল বলেন, ভালোবাসার নামে যে বেহায়াপনা ও  প্রতারণা হয় এজন্য অনেক শিক্ষার্থী আত্মহত্যা করেন। এই জন্যই আমাদের এই প্রতিরোধ মিছিল।

রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী মো. বাপ্পি সিকদার বলেন, আমরা এক সময় সিঙ্গেল থেকে ডাবল হব কিন্তু বেহায়াপনা ও অশ্লীলতা যেন না থাকে তার জন্যই আমাদের এই প্রচেষ্টা। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //