প্রধানমন্ত্রীর ভাচ্যুয়ালি বীর নিবাস উদ্বোধন

অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় নির্মিত বীর নিবাসের ভার্চ্যুয়ালি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

আজ বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় ঢাকার উসমানী স্মৃতি মিলনায়তনের সাথে সরাসরি ভার্চ্যুয়ালি সংযুক্ত ছিলেন শেরপুরের ঝিনাইগাতী উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো. ফারুক আল মাসুদের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার শামছুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মান্নান প্রমুখ।

এসময় অন্যান্যদের মাঝে সহকারি কমিশনার (ভুমি) আশরাফুল কবির, কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ, ওসি (তদন্ত) আবুল কাশেম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী, লাইলী বেগম,  উপজেলা ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান, সকল ইউপি চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

জানাগেছে, প্রতিটি নিবাস ১৪ লাখ টাকা ব্যায়ে আজকে ৭টি বীর নিবাসের উদ্বোধন করা হয়েছে। এছাড়া আরো ১৪টি বীর নিবাসের নির্মান কাজ চলমান রয়েছে। 

পরবর্তীতে পর্যাক্রমে উপজেলার বাকি মুক্তিযোদ্ধাদের বীর নিবাস নির্মান করে দেয়া হবে বলে জানান উপজেলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফারুক আল মাসুদ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //