সেন্টমার্টিন সমুদ্র সৈকতে ভেসে এলো মৃত কাছিম

সেন্টমার্টিন সমুদ্র সৈকতে জোয়ারের পানিতে ভেসে এসেছে একটি মৃত কাছিম। কাছিমটির শরীরের বিভিন্ন অংশে  পচন ধরেছে। এতে দুর্গন্ধ বাতাসের সাথে  ছড়িয়ে পড়ছে চারদিকে। দূষিত হচ্ছে চারপাশের পরিবেশ। কাছিমটির ওজন ৩০-৩৫ কেজি, দৈর্ঘ্য সাড়ে তিন ফিট ও প্রস্থ আড়াই ফিট। 

আজ শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে কাছিমটি সৈকত তীরে ভেসে আসে। 

স্থানীয়রা বলছেন, কাছিমটি আজ থেকে এক সপ্তাহ আগে সমুদ্রে মারা গেছে। হয়তো মাছ ধরার কোনো জালে আটকা পড়ে কাছিমটি মারা যায়। 

ঢাকা থেকে ভ্রমণে আসা পর্যটক লোকমান তাজ বলেন, কাছিমটি হয়তো এক সপ্তাহ আগে সমুদ্রে মারা যায়। পরে আজ শুক্রবার সন্ধ্যায় ভেসে আসে। কাছিমটির শরীর পচে দুর্গন্ধ ছড়াচ্ছে চারপাশে। এতে সৈকতে পর্যটকরা হাঁটতে পারছে না। 

এ বিষয়ে জানতে কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. হাফিজুর রহমান জানান, আমরা বিকেলে হেঁটে আসলাম কোন কিছু দেখলাম না। হঠাৎ কোথা থেকে কাছিম এলো। আমি লোক পাঠাচ্ছি কাছিমটি উদ্ধার করার জন্য। পরে জানা যাবে কিভাবে এর মৃত্যু হয়েছে। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //