কক্সবাজারের উখিয়ার কুতুপালং, বালুখালীসহ বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে সাঁড়াশি অভিযান পরিচালনা করে ১৬ জন রোহিঙ্গাকে আটক করেছে এপিবিএন পুলিশ।
আজ শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে আটকদের কক্সবাজার জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে, শুক্রবার দিনব্যাপী উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে এপিবিএন পুলিশ।
আটকরা বিভিন্ন হত্যা মামলার এজাহার নামীয় আসামি। এছাড়াও রোহিঙ্গা ক্যাম্পে সংগঠিত ঘটনায় জড়িত থাকার সন্দেহ কয়েকজন রোহিঙ্গাকে আটক করা হয় বলে জানান এপিবিএন পুলিশ ।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী।
তিনি জানান, আটক রোহিঙ্গাদের এপিবিএন পুলিশ আটক করে থানায় হস্তান্তর করে। পরে আজ শনিবার তাদের মামলা দিয়ে কারাগারে প্রেরণ করা হয়।
আটকরা হলেন উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মৃত ফারুক আহমেদের ছেলে মোস্তাক (৩৫), মৃত মোহাম্মদ হোসেনের ছেলে সোনা আহম্মদ (৩৪), শুক্কু মাঝির ছেলে মোহাম্মদ ছলিম (১৯), মৃত সাকের আহমদের ছেলে মোহাম্মদ তৈয়ব (২৫), মৃত আবু তালেবের ছেলে হোসেন জোহর (২২), টেকনাফের শাল বাগান রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আব্দুল হকের আলী জোহার (২৮), মাহামুদুর রহমানের ছেলে মো. ইউসুফ (২৭), আলী হোছনের ছেলে মো. আমির হাকিম (৪০), মৃত অসিউর রহমানের ছেলে মোহাম্মদ শফি (৩২), সমছুর আলমের ছেলে আনোয়ার শাহ (১৮), মৃত ফিরোজ আহমেদের ছেলে কামাল হোসেন (৩১), মৃত আবুল কাশিমের ছেলে মো. আলী জোহর (৪২), আব্দুল সমদের ছেলে মো. হারুন (২৩), মৃত আমির হাকিমের ছেলে মো. সলিম (৩০), মৃত আশু জামার ছেলে মো. রফিক (৩০) ও মৃত শুক্কুরের ছেলে সাইফুল আলম (৪০)। এদের মধ্যে ১২ জন এজাহার নামীয় আসামি। বাকি চারজন সন্দেহভাজন আসামি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh