শহীদ মিনারে মঞ্চ, জুতা পায়ে এমপিসহ অতিথিরা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আগমুহূর্তে জামালপুরে শহীদ মিনারের মূল বেদি কাপড়ে ঢেকে মঞ্চ বানিয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। আর তাতে অংশ নিতে স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেনসহ অতিথিরা জুতা পায়ে মূল বেদিতে উঠেন।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুর সদর উপজেলার বটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের শহীদ মিনারের এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জেলাজুড়ে সৃষ্টি হয়েছে সমালোচনার ঝড়। ভাষার মাসে এমন ঘটনায় ক্ষুব্ধ অনেকেই।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে বটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে। এসময় মূল শহীদ মিনার কাপড়ে ঢেকে পেছনে ফেলে বেদিতে মঞ্চ করা হয়। সেখানে অতিথিদের বসার জন্য টেবিল-চেয়ার দেয়া হয়।

দুপুর ১টার দিকে জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. মোজাফফর হোসেনসহ অতিথিরা মঞ্চে ওঠেন। এসময় এমপিসহ সবার পায়েই জুতা দেখা যায়। অনুষ্ঠানটি দুপুর সাড়ে ৩টার দিকে শেষ হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা কার্যালয়ের সহকারী পরিদর্শক ও বটতলা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. শফিকুল আলম।

এ ব্যাপারে বটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হুদা বলেন, প্রতিবছরই এখানে অনুষ্ঠান করা হয়। সেই ধারাবাহিকতায় এবারও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

অনুষ্ঠানে উপস্থিত থাকা জেলা শিক্ষা কার্যালয়ের সহকারী পরিদর্শক শফিকুল আলম বলেন, স্কুল কর্তৃপক্ষ সেখানে অনুষ্ঠানের আয়োজন করেছেন। সবাই জুতা পায়ে উঠেছে, তাই তিনিও সেখানে উঠেছেন, জানলে তিনি ওঠতেন না।

বিষয়টি নিয়ে ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন সচেতনমহল। মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম বলেন, জুতা পায়ে শহীদ মিনারে পদচারণা করে মহান ভাষা শহিদদের প্রতি অবমাননা করা হয়েছে। অথচ  ২১ ফেব্রুয়ারিতে পুষ্পস্তবক অর্পণ করা ছাড়া শহিদ মিনারে অন্যকোনো অনুষ্ঠান করা যাবে না মর্মে হাইকোর্টের নিষেধাজ্ঞা রয়েছে।

এ ব্যাপারে জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেনের বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //